Eye Tech 24
https://www.eyetech24.com/2020/07/blog-post_15.html
২৪ ঘন্টা কিভাবে বাড়াবেন? আশ্চর্য লাগছে তো! জানতে ক্লিক করুন
স্মার্ট প্রযুক্তির জগতে এমন অনেক কিছুই আছে যা আমরা মিস করে ফেলেছি। আমরা যদি ২০২০ এ এসেও আমাদের ২৪ ঘন্টা সময়কে বাড়িয়ে নিতে না পারি তবে আমাদের জীবনটাই ব্যর্থ। আপনি হয়ত ভাবছেন ২৪ ঘন্টা আবার কিভাবে বাড়ানো যায়। হ্যাঁ অবশ্যই যায়। ধরুন আপনি যেই সময়ে কম্পিউটার এ বসে একটা কাজ করছেন যেই কাজটা আপনি না থাকলেও অর্থাৎ কম্পিউটার যদি নিজেই করতে পারতো তবে আপনি আপনার সময়টা আরেকটা কাজে লাগাতে পারতেন। তার মানে এক কাজে দুই কাজ আর আপনার ২৪ ঘন্টা কিভাবে বেড়ে গেলো বুঝলেন তো!
অটোমেশনের যুগে এমন অনেক কিছুই সম্ভব যা আমরা কল্পনাও করিনি। আপনি আপনার উইন্ডোজ ১০ এর কাজগুলোকে অটোমেশন করে দিতে পারবেন এবং এর পর থেকে তারা নিজের মত করেই কাজ করে যাবে আপনার কিছুই করার প্রয়োজন হবেনা তদারকি ছাড়া।
উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
শুরু করার আগে বলে রাখি কিভাবে এই কাজটা করবেন। দুইটা উপায়ে এই কাজটা করা যায়। প্রথম উপায় হল Task Scheduler নামে একটি টুল দিয়ে কাজ করা যাবে এবং আরেকটি হল PowerShell দিয়ে করা যাবে। তবে PowerShell দিয়ে কাজ করাটা অনেক জটিল আগেই বলে রাখা ভালো কিন্তু এই ফিচার টিও অনেক রিচ একটা ফিচার। তাই আজকে আমরা শুধুমাত্র Task Scheduler দিয়ে অটোমেশন করা যায় তা শিখাবো। মনোযোগ দিবেন নয়তো ভুল হলে কাজ করবেনা।
উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
১. উইন্ডোজ কী প্রেস করুন এবং লিখুন Task Scheduler এরপর ওপেন করুন।
২. এরপর ডান পাশ থেকে Create Task এ ক্লিক করুন।
৩. এরপর একটি নাম দিন আপনার টাস্ক এর এবং Run with highest privileges এ চেক বক্স করুন।
৪. এবার Triggers ট্যাব এ ক্লিক করুন। এবং New তে ক্লিক করুন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
৫. এবার ড্রপডাউন মেন্যু থেকে At log on অপশন সিলেক্ট করুন একই সাথে Delay 30 sec করে দিন এবং OK করুন।
৬. এখন Actions ট্যাব এ ক্লিক করুন এবং New তে ক্লিক করুন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
৭. এখানে ড্রপডাউন মেন্যু থেকে Start a program সিলেক্ট করুন এবং Browse থেকে Google Chrome সিলেক্ট করুন। আপনি চাইলে অন্য কোনো কিছুও ওপেন করতে পারেন। আমরা গুগল ক্রোম ওপেন করার অটোমেশন করছি। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
আপনি যদি ডেস্কটপ এ ক্রোম খুঁজে না পান তবে আপনার সি ড্রাইভ এর প্রোগ্রাম ফাইলস থেকে নিতে পারেন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
৮. এরপর Add arguments এর স্থানে অয়েবসাইট URL দিন। যেমন ধরুন আমরা দিয়েছি ordinaryit.com এবং OK করুন। আপনি যদি একই সাথে অনেক গুলো ওয়েবসাইট দিতে চান তবে একটি ওয়েবসাইট দেওয়ার পর শুধু একটি স্পেস দিবে এবং আরেকটি লিখবেন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
৯. এরপর Conditions ট্যাব এ ক্লিক করুন এবং Power সেকশন এর ভিতরে দুইটা অপশন ই আনচেক করুন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
১০. ফাইনালি Settings ট্যাব এ ক্লিক করুন। এখানে আমরা তেমন কোনো কাজই করবনা। তবে দেখে নিবেন Allow task to be run on demand চেক করা আছে কিনা। সবশেষে OK করুন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
১১. আপনি সঠিকভাবে টাস্ক তৈরি করতে পেরেছেন। আপনি আপনার টাস্কটি খুঁজে পাবেন বাম পাশের Task Scheduler Library থেকে। যদি দেখতে না পান তবে রিফ্রেশ করুন। উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
১২. আপনি যদি আপনার টাস্কটি টেস্ট করতে চান তবে Run বাটনে ক্লিক করুন।
উইন্ডোজ ১০ অটোমেশন | Automation on Windows 10 | অটোমেটিক টাস্ক উইন্ডোজ ১০
এরপর থেকে আপনি চাইলে যেকোন অ্যাপ্স অটোমেটিক ভাবে কাজ করাতে পারবেন। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রযুক্তি বিষয়ক নতুন তথ্য পেতে অর্ডিনারি আইটির ব্লগে চোখ রাখুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন