Eye Tech 24
https://www.eyetech24.com/2020/07/blog-post_67.html
গুরুত্বপুর্ন ফাইল আর হারাবেনা। কিভাবে ব্যাকআপ নিবেন দেখুন
উইন্ডোজ ১০ অসাধারন একটি অপারেটিং সিস্টেম যেটা আপনাকে অনেক, অনেক ফিচার দিবে এবং শুধু তাই নয়। এর সিকিউরিটি ও অনেক কড়া। কিন্তু তবুও কিছু বিষয় আছে যা কখনও সম্পুর্নভাবে আমাদের আয়ত্তে থাকবেনা। যেমন ধরুন যেকোনো ইলেক্ট্রনিক ডিভাইসের সিস্টেম ফেলিউয়ার। যেকোনো সময় হার্ডওয়ার বা সফটওয়্যার ইস্যু হতেই পারে। তাই আপনার গুরুত্বপুর্ন ডাটা এবং সেটিংস ব্যাকআপ থাকা অনেক জরুরী। আজকের আর্টিকেলে আমরা আপনাকে উইন্ডোজ ১০ এর ফুল ব্যাকআপ কিভাবে করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
উইন্ডোজ ১০ ব্যাকআপ করুন ফাইল হিস্টোরি ব্যবহার করে
ফাইল হিস্টোরি ফিচার ব্যবহার করে সহজেই ব্যাকআপ করুন। আপনি আপনার লোকাল ড্রাইভের একদম অনুরূপ কপি ক্রিয়েট করতে পারবেন এবং মেমরি ডিভাইসে সেভ করে নিতে পারবেন। মনে রাখবেন এই ব্যাকআপ শুধু আপনার ফাইল গুলোকেই ব্যাকআপ করতে পারে আপনার অপারেটিং সিস্টেম কে নয়। আপনি যদি ফুল ব্যাকআপ নিতে চান তবে পরের টিপস টি খেয়াল করুন। ফুল ব্যাকআপ নিতে হলে অবশ্যই আপনার বাড়তি মেমরি স্টোরেজ থাকতে হবে। যেমন ধরুন পোর্টেবল ডিস্ক বা পেনড্রাইভ। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
১. প্রথমত আপনার এক্সটার্নাল স্টোরেজ কানেক্ট করুন এবং সেটিংস এ যান। Click Windows key + I এবং open “Update and Security”
২. এরপর বাম পাশ থেকে Backup ট্যাব এ ক্লিক করুন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
এরপর Backup using File History থেকে Add a drive অপশন এ ক্লিক করুন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
৩. আপনি এখানে রিমুভেবল মেমরি স্টোরেজ ডিভাইস গুলো দেখতে পাবেন। ওইটাতে ক্লিক করুন এবং অটোমেটিক্যালি আপনার ফাইল ব্যাকআপ হতে থাকবে।
৪. পরের পেজ এ আপনি More option থেকে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি কি কি ব্যাকআপ করতে চান তা কাস্টমাইজ করতে পারবেন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
Backup and Restore দিয়ে উইন্ডোজ ১০ ব্যাকআপ করুন
আপনি চাইলে ফুল উইন্ডোজ ১০ ব্যাকআপ তৈরি করতে পারবেন। এর জন্য আপনাকে Backup and Restore ফিচার ব্যবহার করতে হবে। এটি আপনাকে অপারেটিং সিস্টেম সহ ফুল হার্ডডিস্ক এর কপি ব্যাকআপ দিবে। কখনও যদি সিস্টেম ফেলিউর হয় তবুও ফুল সিস্টেম এর ইমেজ ফাইল আপনাকে আগের সেটিংস এ Restore করে দিবে। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
১. Open Control Panel এবং Backup and Restore (Windows 7) এ ক্লিক করুন।
2. Create a System Image এ ক্লিক করুন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
৩. এখান থেকে ড্রাইভ সিলেক্ট করুন যেই ড্রাইভে আপনি ব্যাকআপ রাখতে চান। এবং Next এ ক্লিক করুন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
৪. এরপর Start Backup এ ক্লিক করুন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
One Drive এর মাধ্যমে ব্যাকআপ করুন
আপনি যদি আপনার গুরুত্বপুর্ন ফাইল ক্লাউড ব্যাকআপ করতে চান তবে আপনি ওয়ান ড্রাইভ ব্যবহার করতে পারেন। এই ফিচারটি উইন্ডোজ এ শুরু থেকেই থাকে তাই আপনাকে আলাদা ভাবে ইন্সটল করার প্রয়োজন নেই। আপনি কিভাবে আপনার ফাইল সিঙ্ক্রোনাইজ করবেন আসুন দেখে নেই। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
১. প্রথমত উইন্ডোজ বাটনে ক্লিক করুন এবং লিখুন One Drive তাহলে আপনি একটা অ্যাপ্স পাবেন। ওইটাতে ক্লিক করুন।
২. আপনাকে সাইন ইন করতে হবে আপনার মাইক্রোসফট একাউন্ট দিয়ে। আপনার যদি মাইক্রোসফট একাউন্ট না থাকে তবে ক্লিক করুন।
৩. এরপর আপনি আপনার One Drive ফোল্ডার পাবেন আপনার ইউজার ("User") ফোল্ডার এর মধ্যে। আপনি চাইলে সরাসরি আপনার ফাইল ক্লাউড এক্সেস করতে পারবেন এই লিঙ্ক থেকে।
Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
Google থেকে Backup and Sync করুন
যখন লোকাল ব্যাকআপ অনেক ভালো সার্ভিস দেয় ঠিক তখনই ক্লাউড স্টোরেজ ও কিন্তু চিন্তামুক্ত একটা ব্যাকআপ প্রক্রিয়া যেটা আপনাকে রিমোট এক্সেস ও দিবে একই সাথে। যেকোনো স্থান থেকে এক্সেস করতে পারবেন আপনার ফাইল এবং শুধু তাই নয় ফাইল হারানোর সম্ভাবনা অনেক কম বা প্রায় নেই বললেই চলে। জ্বী গুগল আপনাকে দিচ্ছে ক্লাউড ব্যাকআপ সুবিধা। আপনি আপনার গুগল ড্রাইভে আপনাকে সকল ফাইল আপলোড দিয়ে রাখতে পারবেন।
১. প্রথমে আপনি এখান থেকে Backup and Sync ডাউনলোড করে ইন্সটল করুন।
এবার আপনার একাউন্টে লগিন করুন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
২. এবার যেসকল ফোল্ডার ব্যাকআপ করতে চান সেগুলো সিলেক্ট করুন এবং নেক্সট এ ক্লিক করুন।
৩. আপনার User Folder এ গুগল ড্রাইভের একটি ফোল্ডার তৈরি হবে। এখান থেকেই আপনার সিঙ্ক্রোনাইজ করা ফাইল গুলো আপনি পাবেন। Windows 10 backup 2020 | উইন্ডোজ ১০ ব্যাকআপ ২০২০
আর্টিকেলটি নিশ্চয় আপনার অনেক কাজে আসবে। সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ এবং যদি ভালো লেগে থাকে এই আর্টিকেলের নিচে শেয়ার বাটন আছে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রযুক্তি বিষয়ক তথ্য পেতে ব্লগে চোখ রাখুন। ভালো থাকবেন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন