Eye Tech 24 https://www.eyetech24.com/2020/07/blog-post_91.html

উইন্ডোজ আপডেটে আর ঝামেলা নেই। বিড়ম্বনার দিন শেষ

মাইক্রোসফট যেখানে প্রতিনিয়ত তাদের আপডেট ডাবল করে চলেছে কিন্তু তবুও কিছু মৌলিক সমস্যা থেকেই যাচ্ছে। এমনি এক সমস্যার নাম হল আপডেট আটকে যাওয়া। বেশির ভাগ উইন্ডোজ ১০ উইজার কমপ্লেইন করে থাকেন যে, গত কিছুদিন যাবত তাদের আপডেট আটকে গেছে এমনকি কম্পিউটার রিস্ট্রার্ট করেও কাজ হয়না। আমরা দুইভাবে এই কাজটি করতে পারব এবং দটি উপায় ই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আপনি যেকোনো একটি উপায় ব্যবহার করে আপনার কাজটি করে ফেলতে পারেন। মনে রাখবেন, প্রতিটা কাজ আপনাকে অনেক সুক্ষ্মতার সাথে করতে হবে নয়তো আপনি আপডেট পাবেন না।

আজকের আর্টিকেলে আমরা এই সমস্যা থেকে কিভাবে উত্তরন লাভ করা যায় সেটা নিয়েই আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সমস্যার সমধান নিজে থেকেই করতে পারবেন। কাজটি সম্পুর্ন ভাবে করতে পুরো আর্টিকেলের স্টেপ বাই স্টেপ ফলো করুন। 
উইন্ডোজ আপডেট সমাধান | Fix Windows Update | Windows 10 Update Stuck Solved

প্রথম কথা হল আমরা একটি অটোমেটেড মেথড এর মধ্য দিয়ে যাবো যেটার মাধ্যম হবে একটি স্ক্রিপ্ট। এবং সেই স্ক্রিপ্ট দিয়েই আমরা প্রথমে আমাদের উইন্ডোজ আপডেট চেকিং ইস্যুর সমাধান করবো। যদি এই স্ক্রিপ্ট দিয়ে কাজ না হয়ে থাকে তবে আপনি দ্বিতীয় উপায়টি অবলম্বন করবেন। দ্বিতীয় উপায়ে আমরা ম্যানুয়ালি উইন্ডোজ ১০ আপডেট চেকিং ইস্যু নিয়ে কথা বলেছি এবং তার স্টেপ দেখিয়েছি। চিন্তার কোনো কারন নেই, কেননা আপনার কোনো ফাইল কিংবা পার্সোনাল ডাটা ডিলিট হবেনা। তাই টেনশন মুক্ত থাকুন এবং সঠিক ভাবে প্রতিটা স্টেপ ফলো করুন।

স্ক্রিপ্ট দিয়ে আপডেট চেকিং সমস্যার সমাধান করুন

১. প্রথমত আপনাকে যেটা করতে হবে তা হল এই লিঙ্ক থেকে Zip ফাইলটি নামিয়ে নিন। এরপর ফাইলটি ওপেন করুন এবং তার মধ্যে অনেক গুলো ফাইল পাবেন।
এই স্ক্রিপ্ট ফাইলটি Manuel F. Gil তৈরি করেছেন আপনার উইন্ডোজ আপডেট এজেন্ট রিসেট করার জন্য।

২. ResetWUEng.cmd নামে একটি ফাইল পাবেন। ফাইলটির উপর রাইট ক্লিক করুন এবং Run as Administrator এ ক্লিক করুন। মনে রাখবেন ডাবল ক্লিক করলে কিন্তু কাজ সম্পন্ন হবেনা তাই আপনাকে Run as Administrator এ ক্লিক করেই ফাইলটি ওপেন করতে হবে।

৩. এখন একটি উইন্ডো আসবে সেখানে লিখা থাকবে Do you want to continue this process? (Y/N) আপনি Y টাইপ করে এন্টার চাপুন।
উইন্ডোজ আপডেট সমাধান | Fix Windows Update | Windows 10 Update Stuck Solved

৪. এরপর ২ টাইপ করুন এবং এন্টার চাপুন। এটি সাথে সাথেই আপনার সমস্যাযুক্ত ফাইলগুলো চেক করা শুরু করবে এবং রেজিস্ট্রি ভাল্যু সঠিক আছে কিনা চেক করবে।

৫. এটি বেশ কিছু সময় নিবে এবং একটি অপারেশন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, তাই কেটে না দিয়ে অপেক্ষা করুন।

৬. অপারেশন সম্পন্ন হলে Press any key to continue... দেখাবে।
এবার আপনার কম্পিউটার রিস্ট্রার্ট দিন এবং আপডেট চেক করুন। দেখবেন সমাধান হয়ে গেছে। উইন্ডোজ আপডেট সমাধান | Fix Windows Update | Windows 10 Update Stuck Solved

ম্যানুয়ালি আপডেট চেকিং সমস্যার সমাধান করুন

১. আপনার যদি উইন্ডোজ ১০ এ একটু ভালো দক্ষতা থাকে তবে আপনি এভাবেও করতে পারেন। সার্চ বারে লিখুন cmd এবং Run as administrator দিন। উইন্ডোজ আপডেট সমাধান | Fix Windows Update | Windows 10 Update Stuck Solved

২. এরপর নিচের এই কমান্ডটি লিখুন এবং এন্টার চাপুন।
Del "%ALLUSERSPROFILE%\Application Data\Microsoft\Network\Downloader\qmgr*.dat"

৩. এবার উইন্ডোজ কী এবং R চাপুন এবং লিখুন services.msc

৪. এটি উইন্ডোজ আপডেট প্রোপার্টিজ ওপেন করবে এবং এখান থেকে আপনি Windows Update খুঁজে বের করুন এবং ডাবল ক্লিক করুন। এরপর Service ওপেন করুন এবং Stop এ ক্লিক করুন। উইন্ডোজ আপডেট সমাধান | Fix Windows Update | Windows 10 Update Stuck Solved
৫. কিছুক্ষন পর দেখবেন Start বাটন ভিসিবল হয়েছে এবং সেটাতে ক্লিক করুন এবং উইন্ডো ক্লোজ করুন। এরপর আপনার কম্পিউটার রিস্ট্রার্ট করুন। 
দেখলেন তো কিভাবে কত সহজেই উইন্ডোজ আপডেট চেকিং সমস্যার সমাধান হয়ে গেল। উইন্ডোজ আপডেট সমাধান | Fix Windows Update | Windows 10 Update Stuck Solved

আমরা আমাদের আজকের আর্টিকেলে দুইভাবেই আপনার জন্য উইন্ডোজ আপডেট চেকিং সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন। প্রযুক্তি এবং উইন্ডোজ বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের ব্লগে চোখ রাখুন এবং এই আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া