Eye Tech 24 https://www.eyetech24.com/2020/07/google-assistant_21.html

Google Assistant কে আপনার পার্সোনাল এসিস্ট্যান্ট করতে চান?

উইন্ডোজ ১০ এ যেখানে Cortana একজন ভয়েস এসিস্ট্যান্ট হিসেবে কাজ করে সেখানেও অনেক ইউজার আছেন যারা গুগল কে তাদের নিজের এসিস্ট্যান্ট এর মত ব্যবহার করেন কেননা বাহ্যিকভাবে গুগল এইসকল ফিচার ইউজার দের জন্য তৈরি করে দিয়েছে। তবে কথা তো ওইখানেই যে, কিভাবে ব্যবহার করবো? দুঃখের বিষয় হল গুগল এসিস্ট্যান্ট শুধু মাত্র তাদের ব্রাউজারেই কাজ করে তবে ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যায়না। আর সেই জন্যেই আজকে আমরা আপনার জন্য এমন একটি টিপস নিয়ে এসেছি যেটা আপনার এই সমস্যার সমাধান করে দিবে। এবং আপনি বানিয়ে ফেলুন গুগলকে আপনার পার্সোনাল এসিস্ট্যান্ট। আপনি আপনার স্মার্টফোন, গুগল হোম, মিনি, নেস্ট হাব ইত্যাদি ব্যবহার করে আপনার কম্পিউটারকে ম্যানেজ করতে পারবেন। আমাদের আজকের বিষয়; কিভাবে গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করে আপনার কম্পিউটার কন্ট্রোল করবেন। চলুন শুরু করা যাক
কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10

গুগল এসিস্ট্যান্ট ব্যবহার করে আপনার কম্পিউটার কন্ট্রোল করুন

শুরু করার আগে কিছু বেসিক কথা বলে নেই। আমরা একটি এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করবো একটি কম্পিউটারকে কন্ট্রোল করার জন্য। আর এই জন্য আমাদের যেটা করতে হবে তা হল আমরা Pushbullet and IFTTT Apps ব্যবহার করবো আমাদের মোবাইলে এবং আমাদের কম্পিউটার এ Push2Run সফটওয়্যারটি ব্যবহার করবো। Push2Run সফটওয়্যারটি Rob Latour এর ডেভেলপ করা এবং এটি পুরোপুরি ফ্রিতে ব্যবহার করা যায়। এই অ্যাপ্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন, ভয়েস কমান্ড ব্যবহার করে আপনি অটোমেটিক টাস্ক সম্পন্ন করতে পারেন। মনে রাখবেন এই  অ্যাপ্স দুইটি আপনার মোবাইলে অবশ্যই থাকতেই হবে এবং ব্যবহারের সময় ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে।
কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10

১. প্রথমত এই দুইটি লিঙ্ক থেকে Pushbullet এবং IFTTT আপনার মোবাইলে নামিয়ে নিন। আপনি চাইলে আপনার ফোন থেকেও Play Store থেকে নামিয়ে নিতে পারেন। এরপর গুগল একাউন্ট দিয়ে লগিন করুন। লগিন করার পর কিছু পারমিশন চাইবে সেগুলো Allow করুন। মাথায় রাখবেন আপনার দুইটি অ্যাপ্স এর গুগল একাউন্ট একই হতে হবে। নয়ত একটির অ্যাপ্স এর সাথে আরেকটি কানেক্ট করতে পারবেনা।

২. এরপর Pushbullet এবং IFTTT অয়েবসাইট দুইটি ওপেন করুন আপনার কম্পিউটার থেকে এবং ওই একই গুগল একাউন্ট দিয়ে লগিন করুন।

৩. এবার আপনার কম্পিউটার এ Push2Run Install/Download করুন। কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10

৪. এবার এই লিঙ্ক এ ক্লিক করুন এবং Pushbullet account page এ যান। এখান থেকে স্ক্রোল করে Access Tokens এ ক্লিক করুন।এখান থেকে যেই টোকেন পাবেন সেটা কপি করুন।

৫. এবার Push2Run Open করুন এবং Enable Pushbullet করুন।  এবার কপি করা টোকেনটি API তে পেস্ট করুন। এবং Title Filter এর অংশ কপি করুন দিয়ে ওকে করুন। কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10

৬. এবার এই লিঙ্ক এ ক্লিক করুন এবং ট্যাস্ক তৈরি করুন। প্রতিবার + এ ক্লিক করবেন। এই ট্যাস্ক এ Say a phrase with a text ingredient এ ক্লিক করুন। কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10
৭. এর পরের পেজ এ যেই ভয়েস কমান্ড দিতে চান সেটা দিতে হবে। আপনি চাইলে আমার টাই কপি করতে পারেন। এবং তারপর Create Trigger এ ক্লিক করুন।

৮. এবার পরের পেজে ক্লিক করুন এবং আবার + থেকে সার্চ করুন Pushbullet লিখে এবং তা ওপেন করুন এবং Push a note এ ক্লিক করুন। এরপর ৫ নং স্টেপ এ Title Filter থেকে যেই টেস্কট কপি করেছিলেন সেটা পেস্ট করুন এবং Create Action এ ক্লিক করুন। কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10

৯. কাজ প্রায় শেষ। এবার চেক করার পালা। আপনার মোবাইলে গুগল এসিস্ট্যান্ট ওপেন করুন এবং বলুন OK Google tell my computer to open the calculator এবং অপেক্ষা করুন। আপনার পিসিতে খেয়াল করুন দেখবেন কিভাবে একাই আপনার কথা শুনে কম্পিউটার কাজ করছে। 
কন্ট্রোল গুগল এসিস্ট্যান্ট | Control Google Assistant | Google Assistant for windows 10

এখন থেকে আপনি আপনার পার্সোনাল একটি এসিস্ট্যান্ট পেলেন। তাও আবার একদম ফ্রিতে। গুগল এসিস্ট্যান্টকে আপনার পার্সোনাল এসিস্ট্যান্ট হিসেবে পেয়ে নিশ্চয় আপনার ভালো লাগছে। আজকের আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন পোস্ট পেতে আমাদের ব্লগে চোখ রাখুন। ধন্যবাদ

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া