Eye Tech 24
https://www.eyetech24.com/2021/01/2021-hsc-result-with-marsheet-2021.html
এইচএসসি রেজাল্ট 2021মার্কশিট সহ | Hsc result With Marsheet 2021
এইচ এস সি Hsc এর পূর্ণরূপ হলো Higher Secondary School Certificate।বাংলাদেশে এমন অনেকে আছেন যারা 2021 সালে এইচএসসি রেজাল্ট পাওয়ার জন্য খুবই উৎফুল্ল ।কিন্তু অনেকে এটা জানি না যে কিভাবে এইস এস সি রেজাল্ট মার্কশিট সহ অনলাইনে দেখবেন, তাদের জন্য কিছু পরামর্শ । যার জন্য আপনাকে নিচের সম্পূর্ণ পোস্টটি পড়ে শেষ করতে হবে ।
১। এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতে হলে আপনাকে প্রথমে অনলাইন ওয়েবসাইটে যেতে হবে।
আপনি নিচের লিংকে প্রবেশ করে এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখতেপাবেন
২।Examination:
লিংকে প্রবেশ করার পর আপনি একটি অনলাইন পেজ পাবেন। যেখানে বিভিন্ন আইকন দেখতে পাবেন। যেগুলো একে একে আপনাকে পূরণ করতে হবে প্রথমত এক্সামিনেশন আইকন এগিয়ে মাউস বাটন ক্লিক করলে এইচ এস সি এবং আপনার শাখা অনুযায়ী সিলেক্ট করুন।
৩ ।Year:
এরপরে ইয়ার নামক একটি আইকন দেখতে পাবেন যেখানে আপনি আপনার পরীক্ষার পাশের বছর সিলেক্ট করুন ।বছরটি আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে নইলে আপনার রেজাল্ট আসতে বিঘ্ন ঘটবে সেই জন্য আপনাকে বছর নির্বাচন করতে সচেতন থাকতে হবে ।
৪ ।Board:
এরপরেই আসে বোর্ড নির্বাচন যেখানে আগের মতই আপনি আইকনটিতে ক্লিক করে আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে। কেননা আপনি অন্য বোর্ড সিলেক্ট করতে পারবেন না কারণ এক বোর্ড অন্য বোর্ডের রেজাল্ট নির্ধারিত বা নিয়ন্ত্রণ করে না।
৫ ।Roll/Reg: No:
এই সকল আইকন গুলো পূরণ করার পরেই আসে গুরুত্বপূর্ণ আইকন যেখানে রোল এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। এবং রেজিস্ট্রেশন নম্বর বসানোর সময় অত্যন্ত সচেতন থাকতে হবে নইলে আপনার রেজাল্ট আসবে না যেটা আপনি কখনই চাইবেন না। তাই এ বিষয়ে সতর্ক থাকায় সর্বোত্তম পন্থা।
৬ ।Varification Code:
এসমস্ত পূরণ করার পর একটি ভেরিফিকেশন কোড দিবে যেটার মাধ্যমে বোঝা যাবে আপনি রোবট না মানুষ। কেননা ভেরিফিকেশন ছাড়া আপনাকে মার্কশিট সহ রেজাল্ট কখনোই প্রদর্শন করবে না। ভেরিফিকেশন কোড দুটি সংখ্যা। যা সংখ্যা দুটি সাধারণ যোগ করার পর শূন্যস্থানে তা বসিয়ে দিবেন। তারপর আপনাকে যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হল সাবমিট বাটনের। এই সম্পূর্ণ ফর্ম পুরন করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবে।
আশা করি সকলে সর্ম্পূনো পোস্টি পড়ে আপনি এইচ এচ সি রেজাল্ট মার্কশিটসহ পেয়ে যাবেন ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন