মোবাইল ফোনের স্পিড বৃদ্ধির ৬টি নিয়ম | 6 rules to increase the speed of mobile phone
বর্তমান যুগে প্রয়োজনীয় গুরুত্বর্পূন জিনিস গুলোর মধ্যে মোবাইল ফোন একটি জনপ্রিয় ডিভাইস । তবে এটি ব্যাবহারের কিছু নিয়ম ও বাধাবিঘ্ন আছে । এবং বেশি ফোন ব্যাবহারের ফলে গতি কমে যায় । এমন অনেকে আছেন যারা ফোনের স্পিড বৃদ্ধি করার বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন । কিন্তু কিভাবে ফোনের স্পিড বৃদ্ধি করবেন তা অনেকে জানেন না । এ সর্ম্পকিত বিস্তারিত আলোচনা জানতে নিচের পোস্টি সর্ম্পুনো পড়ে শেষ করুন ।
১ । অপ্রয়োজনীয় অ্যাপ আনইন্সটল করে ফেলুন :
এন্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর সবচেয়ে উওম উপায় হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইন্সটল করে ফোলা । মোবাইলে প্রচুর পরিমান স্টোরেজ থাকার কারনে আমরা অতিরিক্ত অ্যাপ নিয়ে ফোন পুরো ফেলি । কিন্তু এ অ্যাপগুলো কোনো ধরনের ফোনের স্টোরেজে প্রভাব ফেলেনা, এবং ফোনের র্যামে জায়গা দখল করে থাকে বেশির ভাগ অ্যাপই । য়ার কারণেই ফোনে অ্যাপ অনেক থাকলে ফোনের গতি কমে যায় । তাই যথাসম্ভ চেষ্টা করবেন আপনার এন্ড্রয়েড ফোনে যথাসম্ভব কম এবং শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপগুলো রাখতে ।
২ । ইন্টারনাল স্টোরেজ সম্ভবত ফাঁকা রাখেন :
এন্ড্রয়েড ফোনের গতি বৃদ্ধি করতে আরেকটি উপযুক্ত উপায় হচ্ছে ইন্টারনাল স্টোরেজ সম্ভবত ফাঁকা রাখা । কিন্তু আপনাকে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ একেবারেই ফাঁকা রাখতে বলছিনা । মনে করুন ,আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি এবং আপনি ২জিবি জায়গা নেয়, এমন অ্যাপ চালিয়ে থাকেন । যখন ঔ অ্যাপটি চালাবেন, তখন ঔ অ্যাপের ডাটাগুলো লোড করতে অ্যাপটি ফোনের ইন্টারনাল স্টোরেজকে ব্যবহার করে থাকে । যার জন্য ঔ ২জিবির অ্যাপটি চালাতে আপনার ফোনে কমপক্ষে ২ - ৪ জিবি ফ্রি ফাঁকা জায়গা থাকা প্রয়োজন । এরকমভাবে ইন্টারনাল স্টোরেজ জায়গা ফাঁকা রাখার ফলে অ্যাপগুলো খুব সুন্দরভাবে রান করবে এবং ফোনের গতিও বৃদ্ধি পাবে ।
৩ । মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করেন :
আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখতে আপনি পারলে ফোনে এক্সট্রা মাইক্রো-এসডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ব্যবহার করেন । কিন্তু মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বর্পূনো যে বিষয়টি মনে রাখা দরকার সেটি হলো ঔ মাইক্রো-এসডি কার্ডের ডাটা লোডিং গতিকেমন ধরনের । যদি আপনার ফোনে একটির কম দুর্বল মাইক্রো-এসডি কার্ড ব্যবহার করেন থাকেন , তবে ফোন আগের চেয়ে আরো বেশি ধীর হয়ে যাবে । যার জ্ন্য মাইক্রো-এসডি কার্ড ক্রয়ের সময় ভালোভাবে পরীক্ষা করে নিবেন ।
৪ । অ্যাপের ক্যাশ মুছে ফেলুন :
মেসেঞ্জার , ইন্সটাগ্রাম, ফেসবুক ,ক্রোম, ইত্যাদি অ্যাপগুলো মোবাইলে অনেক পরিমাণ ক্যাশ [Cache] তৈরী করে থাকে ৷ এরকম ডেটাগুলো ঔ অ্যাপের সেটিংসের ভিতরে গিয়ে Clear করুন । কিন্তু সাবধান অ্যাপের ডাটাগুলো আবার Clear করবেন না । নইলে ঔ অ্যাপে থাকা প্রয়োজনীয় তথ্য মুছে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে । যার ফলে আপনি লগ-আউটও হয়েও যেতে পারেন ।
৫ । মোবাইল “ফুল রিসেট” করেন :
সমস্থ নিয়ম মেনে ফোন ব্যাবহার করে অথবা সেটিংস এ গিয়ে পরিবর্তন করেও যদি আপনার ফোনের গতি না বৃদ্ধিপায় , তবে ফোন ফুল রিসেট করে একবার দেখতে পারেন । ফুল রিসেটকে হার্ড রিসেটও বলা হয়ে থাকে । সেই ক্ষেত্রে ফোনে থাকা সমস্থ ডেটা হারিয়ে যাবে । তাই ফোন রিসেট এর আগে সমস্থ তথ্য ব্যাকাপ নিয়ে রাখতে হবে ।
৬ । ব্যাটারি পরিবর্তন করুন :
আবার অনেক সময় দূর্বল ব্যাটারির কারণেও ফোনের পারফরম্ন্সে ভালো দেয় না । যার জন্য নিশ্চিত করার চেষ্টা করুন যাতে আপনার ফোন ধীর গতি হওয়ার পেছনে ব্যাটারিজনিত কোনো সমস্যা না থাকে । যার কারনে আপনি ফোনের ব্যাটারি পরির্বতন করে ফেলার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন