Eye Tech 24 https://www.eyetech24.com/2021/01/call-dutch-bangla-bank-helpline-number_17.html

ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নম্বরে ফ্রি কল করুন | Call Dutch Bangla Bank Helpline Number for free

 



১ । বর্ণনা :

 ডাচ-বাংলা ব্যাংকের যে কোন একাউন্ট ক্রেডিট অথবা ডেবিট কার্ড, রকেট একাউন্ট কিংবা নেক্সাস পে অ্যাপ এক্টিভেট করার জন্য অনেক সময় তাদের নাম্বারে কল করার প্রয়োজন হয় । কিন্তু তাদের হেল্পলাইন নম্বরে 16216 কল করলে 2 টাকা 30 পয়সা করে কেটে নেয় । কিন্তু আপনি এখন কোন ধরনের খরচ ব্যতীত এগুলো করতে চাই । ডাচ-বাংলা ব্যাংক হেল্পলাইন নম্বর হিসেবে নতুন একটি আইপি নাম্বার উন্মুক্ত করেছে যেটিতে আপনি মনে পড়লে আপনি মিনিট কিনে অথবা ফ্রিতে কল করতে পারেন ।পুরো প্রক্রিয়াটি জানার জন্য আপনাকে সম্পন্ন পোস্টটি ভাল করে জেনে নিতে হবে । 


২ । বিস্তারিত আলোচনা :

ডাচ-বাংলা ব্যাংকের নতুন আইডি হেল্পলাইন নম্বর ডাচ বাংলা ব্যাংক এর হেড অফিসের নতুন হেলপ্লাইন উন্মুক্ত করেছে সেটি হল 09666716216 ।  এই আই সি(Sic)  নাম্বারে আপনি মিনিট কিনে কথা বলতে পারেন অথবা ফ্রী করতে পারেন । মিনিট কিনে কল করা অনেকে থাকতে পারেন কিন্তু কিভাবে কল করতে হবে সেটি এখন অনেকেই জানেনা ।



৩ । ডাচ বাংলা ব্যাংকের হেল্প  লাইনে নম্বরে ফ্রি কল করার জন্য নিয়মাবলী :

যদি আপনার আইপি টেলিফোন থেকে থাকে তাহলে তাতে আপনি ডাচ বাংলা হেল্পলাইন নম্বর এ কল করতে পারেন । যদি আইপি টেলিফোন না থাকে তাহলেও ফ্রি কল করতে পারবেন আপনি যদি ইন্টারনেটওয়াইফাই ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করতে পারবেন । কিন্তু যদি আপনার ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ না থেকে থাকে তাহলে সিমের ইন্টারনেট ডাটা প্যাক ব্যবহার করে আপনি ডাচ বাংলা ব্যাংক কল সেন্টার নাম্বারে কল করতে পারেন ।

৪ । ডাচ বাংলা ব্যাংকে ফ্রী কল করার নম্বর :


হেড অফিস :

৪৭১১৪৭৯৫, ৪৭১১৫১৫৫ ,৪৭১১০৪৬৫(৮৮০২)

ফ্যাক্স :৮৮০২,,৯৫৬১৮৮৯

আন্তর্জাতিক :

৪৭১১৪৭৯৫, ৪৭১১৫১৫৫ ,৪৭১১০৪৬৫(৮৮০২)

সুইফট :DBBLBDDH

Email ::hossain.mosharraf@dutchbanglabank.com


অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া