Eye Tech 24 https://www.eyetech24.com/2021/01/learn-java-programming-in-bengali-by_25.html

‘মাস্টারিং জাভা’ বই পড়ে শিখে নিন বাংলায় জাভা প্রোগ্রামিং | Learn Java programming in Bengali by reading the book 'Mastering Java'



এমন অনেকে আছেন যারা জাভা প্রোগ্রামিং শিখে ক্যারিয়ার গঠন করতে চায় ।কিন্তু অনেকে কিভাবে শুরু করবে সে বিষয়ে কোনো ধারনা এখন পর্যন্ত নিশ্চিত না ।যার কারনে এ সম্পর্কে আলোচনায় আসতে হলে আমাদের নিচেউক্ত পোস্টটি পড়ে শেষ করতে হবে :


নতুন প্রোগ্রমারদের জন্য লেখক মোশাররফ রুবেল সহজভাবে বাংলা ভাষায় জাভা প্রোগ্রামিং শেখার বই ‘মাস্টারিং জাভা’ নিয়ে এসেছেন । এই বইয়ে জাভা প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জনের জন্য বইটির বিভক্ত অধ্যায়ে একদম ব্যাসিক থেকে শুরু করে সর্ম্পুনো জাভার কোর বিষয়বস্তু আলোচনা করা হয়েছে ।যা মাস্টারিং জাভা বইটি অনেক আগেই (১৫ এপ্রিল, ২০১৭ )বাজারে এসেছে । এই বইটি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বুক স্টোর রকমারি ডটকমের  বেস্ট সেলার এর শীর্ষে অবস্থান করছে । মাস্টারিং জাভা বইয়ের বিভিন্ন মূল অংশ রয়েছে ।



মাস্টারিং জাভা বইয়ের মূল বিষয়গুলো নিচে আলোচিত করা হলো :

১ । জাভা সিনট্যাক্স ও নামকরণ

২ । জাভা দিয়ে কী তৈরী করা যায়

৩ । ক্লাস অবজেক্ট , মেথড 

৪ । জাভা থ্রেড, এক্সেপশান হ্যান্ডেলিং

৫ ।মডিফায়ার, ডাটা টাইপ, জাভা ভ্যারিয়েবল,  অপারেটরস

৬ । ফাইল আই/ও

৭ । অ্যানোটেশান, ইনাম,  সিঙ্গেলটোন 

৮ । অ্যারে ,লুপ

৯ ।জেনেরিক্স  ও জাভা কালেকশান  

১০ । পলিমরফিজম , ইনহ্যারিটেন্স, এনক্যাপসুলেশান 

সামনে  বিশ্ব তথ্য প্রযুক্তির বড় অংশ আগমন ঘটতে চলেছে  । পুনরায় আবার সবকিছুই কম্পিউটারাইজড করা  হচ্ছে । আর এসকল  প্রযুক্তি তৈরী করার জ্ন্য  দরকার হবে দক্ষ প্রোগ্রামার । আর এই দক্ষতা কাজে লাগিয়েই জাভা প্রোগ্রামার ক্যারিয়ার হিসেবে গড়ে তোলার  সুবর্ন সুযোগ । যার জন্য আপনার সবচেয়ে গুরুত্বর্পূন  বই  হিসেবে  বিশেষ দিক নির্দেশনা দেয় মাস্টারিং জাভা বই । যারা জাভা দিয়ে তৈরী অন্যান্য প্ল্যাটফর্ম যেমন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, স্প্রিং এ কাজ করতে আগ্রহী, তাদের জন্য বইটি আর্শীবাদ স্বরূপ হবে । যার জন্য  মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং সাউথইষ্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে শিক্ষক [ মোশাররফ রুবেল ] মাস্টারিং জাভা বইটি লিখেন । 

16297 নাম্বারে কল  করে আপনি মাস্টারিং জাভা বইটি রকমারি থেকে ঘরে বসে  পেয়ে যাবেন , অথবা ভিজিট করুন রকমারির ওয়েবসাইটে :

https://www.rokomari.com/book/138915


আশা করি  উপরিক্ত পোস্টটি পড়ে বাংলা ভাষায় জাভা প্রোগ্রামিং শেখার নির্দেশনা পেয়ে যথাপযুক্ত উপকৃত হবেন । এরকম আরো আকর্ষনীয় পোস্ট পড়তে ,জানতে ও দেখতে এই লিংকে ক্লিক করুন : লিংক






  

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া