Eye Tech 24
https://www.eyetech24.com/2021/02/2021-best-smartphones-for-2021_10.html
সেরা স্মার্টফোন 2021 । The best smartphones for 2021
বর্তমান একটি চমৎকার খবর তাইওয়ানের পলিট্রন টেকনোলোজিস তৈরি করেছে একটি স্বচ্ছ স্মার্টফোন প্রোটোটাইপ । কোম্পানিটি একটি ফোনে যথা সম্ভব সর্বোচ্চ স্বচ্ছ হার্ডওয়্যার ব্যবহার করার চেষ্টা চালিয়েছে । ফোনটির প্রাথমিক পর্যায়ে কোন নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ইনস্টল না করে শুধু ডিভাইসটিতে তাদের আসল লক্ষ্য অর্থাৎ স্বচ্ছ ডিভাইস ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে । এ ফোনে ক্যামেরাসহ ,মাল্টিটাচ ডিসপ্লে ও অন্যান্য মাল্টিমিডিয়া সিস্টেম সংযোগ করার ব্যবস্থাও রয়েছে ।
লক্ষ্য করে দেখবেন যে পলিট্রনের হ্যান্ডসেটের ছবির দুইপাশ থেকেই অনবরত আলো চলাচল করতে করছে । কেবলমাএ ব্যাটারি, মেমোরি কার্ড ,মাইক্রোফোন, সিম কার্ড ,স্পিকার, এসব অংশ গুলোর কোনো স্বচ্ছ বিকল্প রাস্থা না থাকায় সেগুলো স্মার্টফোনের পার্টসের মতই অস্বচ্ছ থাকবে ।
তবে অনেক পরিক্ষা লবদ্ধ আছে পুরোপুরি স্বচ্ছ হ্যান্ডসেট পাওয়ার জন্য । এবং সার্কিট বোর্ডের অনুরুপ কিছু অংশকে স্মার্টগ্লাস প্রযুক্তিত দ্বারা ঢেকে দেওয়ার ব্যবস্থা আছে । পলিট্রনের স্মার্ট গ্লাস হলো এরকম একটি প্রযুক্তি যে যেটি বিদ্যুৎবিহীন অবস্থায় গঠনকারী অনুগুলি ছড়ানো অবস্থায় থাকে যার ফলে গ্লাসটি মেঘলা সাদা বর্ণ ধারণ করে । যখন বিদ্যুৎ প্রবাহ চালানো হয় তখন সেগুলো নির্দিষ্ট একটি সজ্জায় অবস্থান করে যাতে তাদের মধ্য দিয়ে আলো নির্বঘ্নে চলাচল করতে পারে ও সব একসাথে একে স্বচ্ছ দেখা যায় ।
আরও পড়ুন : ৪টি জনপ্রিয় অডিও ফাইল ফরমেট
এই নতুন আবিষ্কার নিয়ে পলিট্রন খুবই আশাবাদী । এমন একটি স্মার্টফোন যদি বাজারে আসে তাহলে সেটি নিঃসন্দেহে প্রতিযোগিতামূলক এক পণ্য হিসেবে লড়াই করবে । তবে খুব অল্প সময়ের মধ্যেই এই স্বচ্ছ স্মার্টফোন বাজারজাত করার আশাবাদ জানিয়েছেন তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি । তবে প্রশ্ন থেকে যায় যে ,কোন অপারেটিং সিস্টেম বেছে নিবে পলিট্রন (এন্ড্রয়েড, উইন্ডোজ ফোন, উবুন্তু নাকি অন্যকিছু) ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন