নগদ একাউন্ট খোলার নিয়ম |
বাংলাদেশে বর্তমানে সমস্থ ডাক বিভাগের আধুনিক অর্থ বিনিময়ের জনপ্রিয় একটি সেবা হলো নগদ । যেখানে কোনো সমস্যা ছাড়াই অর্থ লেনদেন করার সুযোগ থাকে । । তবে এমন অনেকে অজানা ব্যাক্তি আছেন যারা এখন পর্যন্ত নগদ একাউন্ট খুলতে জানে না । তবে আজকে আমরা নগদ একাউন্ট খোলার বিষয় সর্ম্পকিত আলোচনা করবো । যার ভিওিতে আপনি খুব সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন । তার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে :নগদ একাউন্ট (nagad account)
অসংখ্য মানুষ আছে যারা অন্যানো লেনদেন একাউন্ট ব্যাবহার করেন । যার ফলে অনেক প্রতারনার স্বীকার হয় । অনেক ঝামেলার মধ্যে পড়ে যান । সেই জন্য এখন নগদ একাউন্ট ব্যাবহার করাই সুবিধাজনক ।নগদ একাউন্ট (nagad account)
নগদ একাউন্ট খোলা বা অ্যাপ থেকে খোলার পদ্ধতি
আপনি নগদের উদ্যোক্তা অথবা এজেন্টের সাহায্যে কাগজপত্র দিয়ে একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে ঘরে বসে নিজেই নিজের একাউন্ট খুলতে পারবেন খুব সহজে । নগদ একাউন্ট খুলতে নিচের নিয়মগুলো অনুসরন করুন :নগদ একাউন্ট (nagad account)
প্রথমে আপনি অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে “Nagad App” টি ডাউনলোড করুন ।
অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করুন এবং প্রদত্ত নির্দেশনাগুলো অনুসরণ করতে থাকুন ।
যার নগদ একাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি আপলোড করুন ।নগদ একাউন্ট (nagad account)
তারপর যার নগদ একাউন্ট খুলবেন তার একটি সেল্ফি তুলবেন এবং তা একাউন্টে সংযুক্ত করুন ।
প্রদও টার্মস ও কন্ডিশনস পড়ে শেষ করুন ।
তার পর একটি সিগনেচার প্রদান করুন ।নগদ একাউন্ট (nagad account)
উপরোক্ত সমস্থ তথ্য আপনি যদি সঠিকভাবে প্রদান করে থাকেন তাহলে আপনি নগদ এর সেবা নির্দিধায় উপভোগ করতে পারবেন।নগদ একাউন্ট (nagad account)
রবি, টেলিটক ,গ্রামীণফোন,বাংলালিংক ,এয়ারটেল,(সব সিম থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি)
যেসকল ব্যাক্তি উপরুক্ত সিমগুলো ব্যাবহার করেন তারা যেকোনো মোবাইল ফোনের *167# ডায়াল করবেন এবং তারপর আপনার নগদ একাউন্টের পিন কোডটি সেট করা হয়ে গেলে একটিভ হয়ে যাবে আপনার নগদ একাউন্ট। তারপর আপনি নগদের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন ।নগদ একাউন্ট (nagad account)
নগদ একাউন্ট দেখার উপায়
সবার প্রথমে আপনার মোবাইলে *১৬৭# ডায়াল করুন ।
তারপর 7 লিখুন তা Send করুন এবং My Nagad অপশনে প্রবেশ করুন ।নগদ একাউন্ট (nagad account)
একইভাবে 1 লিখুন তা send করুন এবং Balance Inquiry অপশনে প্রবেশ করুন ।
পরবর্তীতে আপনার নগদ একাউন্টের পিন কোড সেট করে send করে দিন ।
আপনি যদি সঠিক পিন কোডটি প্রেরন করেন তাহলে আপনার ফোনের স্ক্রিনে নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পারবেন ।নগদ একাউন্ট (nagad account)
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেধার নিয়ম :
আপনার মোবাইলে নগদ অ্যাপটি ইন্সটল করুন এবং তাতে প্রবেশ করুন ।
আপনার নগদ একাউন্ট নাম্বার, ওটিপি এবং সঠিক পিন কোডটি ব্যাবহার করে অ্যাপে লগ ইন করুন ।নগদ একাউন্ট (nagad account)
যদি ভাষা বাংলা ভার্সন হয় তাহলে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এবং ইংরেজি ভাষা হয় তাহলে “Tap for Balance” বাটটিতে চাপ দিন ।
এরপরেই আপনি নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন ।নগদ একাউন্ট (nagad account)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন