হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরিয়ে আনবেন কিভাবে । How to track lost mobile phone
বর্তমান যুগে এন্ড্রয়েড স্মার্টফোন সকলেই ব্যাবহার করে । আর এই ফোন অনেকের বিভিন্নভাবে চুরি হয়ে যায় । আর ওই চোরকে ধরার জন্য চোরের পেছনে উদ্বিগ্ন হয়ে পড়ি যেটা মোটেই ভালো পরিকল্পনা নয় । যেখানে আপনি চোরকে ধরতে গিয়ে এতে হিতে বিপরীত হওয়ার সম্ভবনা থাকতে পারে । এন্ড্রয়েড স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে চোরকে ধরার জন্য আমাদের পোস্টটি সম্পূর্নো পড়ে শেষ করতে হবে :
একটি সম্প্রতি সময়ে বিবিসি নিউজ প্রকাশ করেছেন যে একজন ব্যক্তির চুরি হয়ে যাওয়া এইচটিসি স্মার্টফোন চুরি হওয়ায় চোরের ছবি তুলে পাঠাতে সক্ষম হয়েছে । কিন্তু বিবিসি নিউজ কোন অ্যাপসের মাধ্যমে চোরের ছবি তোলা হয়েছে তা নিশ্চিত করে দেয়নি । তবে আমরা সেটা আপনাকে জানাবো যে ,ওই কাজ করার জন্য একটি অ্যাপস আছে যার নাম হলো ‘সারবেরাস’ (Cerberus) ।
আরও পড়ুন : জনপ্রিয় ৪টি ফ্রি অফলাইন ম্যাসেজিং অ্যাপ
আপনি এই অয়েবসাইট ঠিকানাটি ব্যাবহার করে বা ভিজিট করে অ্যাপটি দূর থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন । এই অ্যাপটি আপনাকে আপনার ফোনের অবস্থান সঙ্ক্রান্ত ম্যাপ এবং অন্যান্য সকল তথ্যও দিতে পারবে । এছাড়াও আকর্ষনীয় বিষয় হলো এটি
অ্যালার্ম বাজানোসহ, কল লিস্ট দেখানো ফিচার আইটেমও রয়েছে ।
আপনি যেকোন মাধ্যমে প্লে স্টোর থেকে ‘সেরবেরাস’ এপ্লিকেশনটি ইন্সটল করতে পারবেন । তবে শর্ত যে এন্ড্রয়েড ভার্সনটি অবশ্যই যেন ২.৩ এর উপরে হয় । এই এপ্লিকেশনটি ইন্সটল করতে আপনাকে পেইড করতে হবে ।যেটার দাম প্লে স্টোরে ২.৯৯ ইউরো যা ৪ ডলারের সামন্য বেশি । আপনি গুগল প্লে’র এই লিংকে থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন ।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন