Eye Tech 24 https://www.eyetech24.com/2021/02/us-phone-unmber-verify-how-to-get-usa.html

ফ্রি US Phone Unmber Verify | How to get USA Phone Number

আজকে  আপনাদের মাঝে এমন একটি পোস্ট শেয়ার করব যে পোস্টটি আপনার অনেক উপকার আসবে
তরুণ আমাদের আজকের পোস্টটি। আজকের পোস্টটি হচ্ছে আপনি কিভাবে খুব সহজেই  সম্পূর্ণ ফ্রিতে একটি ইউএসএ'র নাম্বার পাবেন, এবং যেকোনো নাম্বার আপনি সম্পূর্ণ ফ্রীতে পাবেন । এতদিন অনেক চেষ্টা করেছেন নাম্বার পাননি তো আজকে  আপনাদের জন্য  আইটেক24 আপনাদের মাঝে একটি সিস্টেম দেখাবে যে ফ্রিতে নাম্বার কিভাবে পাওয়া যায় ।প্রথমে লিংকে ডুকতে ক্লিক করুণ


free usa number verify

নাম্বারটি কি কি কাজে ব্যবহার করা যাবে ।


এই নাম্বারটি আপনি একটি জিমেইল ভেরিফাই করে নিতে পারবেন । অথবা একটি ফেসবুক ভেরিফাই করে

নিতে পারবেন । অথবা আপনি আমেরিকা নাম্বারে কথা বলতে পারবেন। অথবা টেক্সট করতে পারবেন কোন টাকা

লাগবে না সম্পূর্ণ ফ্রিতে ।



আরো পড়ুন : ফ্রি তে যতখুশি SMS পাঠান দেশের যেকোন নাম্বারে


আপনাকে নাম্বারটি পেতে হলে যা করতে হবে ।


প্রথমত আপনাকে একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে । যে ওয়েবসাইটটি লিংকে দেয়া থাকবে সেখানে গিয়ে

আপনাকে একটি ব্যবহার করা জিমেইল দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করার পরে আপনাকে একটা

কান্ট্রি কোড যেকোনো কোড দিতে হবে, ৩ সংখ্যার  তো কি দিবেন যেকোনো দিতে পারেন  ৮০১ অথবা ৬০১ 

এগুলো বসানোর পরে ইয়েস করলে আপনাকে ১০ সেকেন্ডের মত সময় নিবে তারপরে আপনি একটি নাম্বার দেখতে পারবেন এই নাম্বারটি হচ্ছে আপনার মূল নাম্বার ।


আরো দেখুন : ফিরিয়ে আনুন আপনার ফেসবুকে হারিয়ে যাওয়া তথ্য ।



এখন আপনি কিভাবে আমেরিকার মানুষের সাথে কথা বলবেন । বা চ্যাট করবেন তার নাম্বারটি কপি করে এনে সার্চ অপশনে পেস্ট করে দিন । তারপরে দেখুন অটোমেটিক তার নাম্বারটি এবং তার ছবিটি চলে এসেছে । এবার তাকে মেসেজ করুন এবং মেসেজের রিপ্লে দিন, ইচ্ছামতো যত ইচ্ছা মেসেজ দিতে পারবেন কোন সমস্যা হবে না। পরবর্তী সময় আপনি যদি আবার এটার মাধ্যমে চ্যাট করতে চান কথা বলতে চান, তাহলে আপনাকে খুব ভালোভাবে আপনার জিমেইল টি মনে রাখতে হবে। যেমনভাবে আপনি এখানে  লগইন করেছেন ঠিক তেমনি ভাবে পরবর্তীতে এভাবে এসে মেসেজ করতে পারবেন ।






আরো নাম্বার পেতে সম্পুণ দেখুন ।


এতক্ষণ আপনারা পড়লেন কিভাবে ফ্রিতে মেসেজ করা যায় বা কথা বলা যায়। এবারে  আপনাদেরকে দেখাবো শুধু ফ্রিতে কথা বলায় নয় ফ্রিতে মেসেজ করাই নয় আপনি বিদেশের যেকোনো নাম্বার এবং যে কোন দেশের চাইলে নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তাদেরকে কিছু ডলার দিতে হবে। লিঙ্কে ভিজিট করতে ক্লিক করুণ । যেমন তারা আপনার কাছ থেকে ডলার নিবে তার বিনিময়ে আপনি যে নাম্বারটি অর্ডার করেছেন সেই নাম্বারটি আপনাকে ব্যবহার করতে দিবে। বা আপনি যদি তাদের কাছ থেকে কোন নাম্বার নিয়ে ভেরিফাই করে নিতে চান সেই নাম্বার দিতে পারবে তার বিনিময়ে তারা কিছু সেন্ট ডলার নিবে ।যেমন মনে করেন আপনি যদি আমেরিকার হোয়াটসঅ্যাপ নাম্বার নিন সেক্ষেত্রে আপনাকে 2 ডলার দিতে হবে। আবার আপনি যদি অস্ট্রেলিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে চান তাহলে তারা তিন ডলার  নিবে। তাহলে বুঝতে পারছেন ফ্রী নয় এটা টাকা দিয়ে নাম্বার কিনে ব্যবহার করতে হয়।  তাহলে বুঝতেই পেরেছেন ফ্রি নাম্বার ভেরিফাই কি। যদি পোস্টটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদেরকে লিংকটি কপি করে তাদের ইনবক্সে মেসেজ করবেন বা তাদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ


আরো জানতে : কি ঘটবে যদি পৃথিবীর কক্ষপথ পরিবর্তন হয়


অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া