বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম |
বর্তমান সময় টাকা লেনদেনের একটি বড় মাধ্যম হচ্ছে বিকাশ । যেখানে প্রতিনিয়ত মানুষ খুবই স্বাচ্ছন্দে বিকাশ একাউন্ট ব্যবহার করে যাচ্ছে । এই নিরাপত্তা উপর ভিত্তি করে অনেকেই চান বিকাশ একাউন্ট খুলতে । কিন্তু বিকাশ একাউন্ট কিভাবে খুলবেন ? আজ আপনাদের সামনে বিকাশ একাউন্ট খোলার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা হবে যেখান থেকে আপনি নিজেই ঘরে বসে বিকাশ একাউন্ট খুলতে পারবেন । যার জন্য শেষ পর্যন্ত সাথে থাকতে হবে : (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
বিকাশ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন :
১ । বিকাশ একাউন্ট খুলতে হলে সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে । এই বিকাশ অ্যাপ প্লে স্টোর ছাড়াও গুগল প্লে থেকে আপনি এটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন । আপনি যেখান থেকেই ডাউনলোড করেন না কেন দুটোতেই কাজ করবে । বিকাশ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন (বিকাশ অ্যাপ ) । (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
২ । সর্বপ্রথম আপনাকে ইনস্টলকৃত বিকাশ অ্যাপ এ প্রবেশ করতে হবে । এবং Register a new account এ ক্লিক করবেন । এরপর আপনি যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি বসিয়ে দিন এবং নেটওয়ার্ক অপারেটরটি সিলেক্ট করে Confirm এ ক্লিক করুন । এরপর আপনার একাউন্টের ভাষা সিলেক্ট করতে হবে । (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
৩ । এরপর i agree তে ক্লিক করবেন এবং সাজেশনকৃত অপশন গুলো সম্পন্ন করবেন যার জন্য আপনাকে Take Nid Photo তে ক্লিক করুন । এরপর আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি তুলুন এবং আপনার এনআইডি কার্ডের সকল তথ্য চলে আসবে ও এটি একবার এনালাইসিস করে নিবেন এবং Next এ ক্লিক করুন । (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
৪ । পরবর্তীতে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন মেয়ে হলে মেয়ে আর ছেলে হলে ছেলে । এবং অন্যান্য অপশন গুলো আপনার সুবিধামতো সিলেক্ট করবেন । এবং আবারও Next এ ক্লিক করুন । এরপর আপনার একটি স্বচ্ছ ছবি তুলবেন । (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
৫। এবং Continue ক্লিক করে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে (*247# ) ডায়াল করে 1 দিয়ে Send করে Active করুন । এরপর গুরুত্বপূর্ণ যেটি ,সেটি হল আপনার পিন নাম্বার যেটা খুব ভালোভাবে বসিয়ে Send করে দিন । এখানে আপনাকে নিশ্চিত করার জন্য দুইবার পিন কোড দিতে হবে । (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
৬ । এগুলো সম্পন্ন হলে আপনি পুনরায় (*247# )ডায়াল করুন । এবং দেখতে পারবেন যে আপনার বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে । যেখান থেকে আপনি আপনার একাউন্টে সমস্ত তথ্য দেখতে পারবেন । (বিকাশ একাউন্ট খোলার সহজ নিয়ম)
আপনার জন্য আরও : সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন