Eye Tech 24 https://www.eyetech24.com/2021/03/blog-post_4.html

সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায় |

 


এমন অনেকে আছেন যারা মোবাইলে কথা বলতে বলতে ফোনের ব্যাল্যান্স শেষ হয়ে যায় ,তখন মিসডকল দেওয়া ছাড়া উপায় থাকে না । কিন্তু বর্তমানে সময়ে এই সমস্যা থেকে বের হওয়ার সময় চলে এসেছে ।এখন  সব মোবাইল কোম্পানিগুলো  কিছু নিজস্ব শর্তের মাধ্যমে প্রত্যেক গ্রাহকদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে সেবা প্রদান করছে । তাদের প্রত্যেকের ইমার্জেন্সি ব্যাল্যান্স নিতে নিয়ম আছে ব্যালেন্স পাওয়ার জন্য শর্ট কোড ও শর্ত রয়েছে যা আপনার বিপদের সময় বন্ধু হতে পারে । এ সর্ম্পকে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন : (সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

 



গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স ধার 

গ্রামীনফোনে আপনি  সর্বনিম্ন ১১ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত গ্রাহকভেদে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন । তার জন্য শর্ট কোডঃ *121*1*3# (সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

শর্তাবলীঃ

  • সমস্থ  গ্রামীনফোন একতা (১,২,৩,৪),জিপিপিপি প্রিপেইড (স্মাইল ,বন্ধু,, বিজনেস সলিউশন (১,২,৩, ৫ ও সফল) প্রিপেইড,ভিপি গ্রাহকগণ ইমার্জেন্সি ব্যালেন্স সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত পেয়ে থাকবেন ।

  • কিন্তু সকল গ্রাহকের জন্য সর্বনিম্ন ১১ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন । 

  • আপনি (*121*1010*2# ) ডায়াল করেলেই আপনার জন্য ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে পারবেন ।

  • গ্রাহককে ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়ার জন্য অবশ্যই চার্জ ফ্রি  ( *121*1*3# ) কোডটি ডায়াল করতে হবে ।

  • এবং গ্রাহকগণ যেকোনো ভয়েস কল অথবা SMS-করার জন্য (পোর্ট সহ) ইমার্জেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন । (সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)






স্কিটো ইমার্জেন্সি ব্যালেন্স ধার 

আপনার স্কিটো সিমে ২টাকার নিচে ব্যালেন্স থাকা পর্যন্ত আপনি স্কিটো অ্যাপের চার্জ সিটে  গিয়ে ৫টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যেতে  পারেন। যার মেয়াদ ৩০ দিন পর্যন্ত থাকবে । পরবর্তী আপনি রিচার্জ  করলে আপনার এই লোন কেটে নেয়া হবে।এই স্কিটো ইমার্জেন্সি দিয়ে আপনি কল, মেসেজ ছাড়াও ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন । আপনি ব্যালেন্স দেখতে চাইলে স্কিটো অ্যাপ ব্যবহার করতে হবে ।(সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

 


রবি ইমার্জেন্সি ব্যালেন্স ধার 

রবির ইমার্জেন্সি ব্যালেন্স সর্বনিম্ন ২১ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা গ্রাহকভেদে পাবেন । তার জন্য শর্ট কোড হলো  (*123*007# ) অথবা START O লিখে 8811 নম্বরে পাঠিয়ে দিন ।এবং ঝটপট ব্যালেন্স চেক করতে *222#  অথবা *1# ডায়াল করে জানতে পারবেন ।(সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

 


এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স ধার 

এয়ারটেলে গ্রাহকভেদে ১২-১০০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন । তার জন্য শর্ট কোড হলো (*141# ) অথবা 20141ডায়াল করুন ।(সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

শর্তাবলীঃ

  •  এই সার্ভিসটির জন্য এলিজিবিলিটি গ্রাহকবৃন্দদের প্রত্যেক মাসে ক্রেডিট কার্ড ব্যবহারের উপর নির্ভর করবে।

  • পূর্ববর্তী লোন পরিশোধ না করা পর্যন্ত আপনি নতুন কোনো ইমারজেন্সি ব্যাল্যান্স পাওয়া যাবে না।

  • রিচার্জের পর অটোমেটিকভাবে আপনার ধারকৃত লোণ এবং সার্ভিস চার্জ কেটে নেয়া হবে।

  • আপনার ব্যালেন্স জানতে হলে *1# ডায়াল করুন ।

  • প্রত্যেকবার লোন নেয়ার প্রয়োজনে সার্ভিস চার্জ ও ভ্যাটসহ ২.৪৪ টাকা করে কেটে নেওয়া হবে । (সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

 


আরও জানুন : এন্ড্রোয়েড ফোনের ১৭ টি 

ক্ষতিকর অ্যাপ


বাংলালিংক ইমার্জেন্সি ব্যালেন্স ধার

বাংলালিংকে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত গ্রাহকভেদে  ইমারজেন্সি ব্যাল্যান্স পাওয়া যাবে । তার জন্য শর্ট কোড হলো  *874#  । (সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

শর্তাবলীঃ

  • আপনার ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা বাকী আছে সেটা জানতে (*874*0# ) ডায়াল করুন ।

  • আপনি অ্যাডভান্স সার্ভিস নিতে হলে আপনার মোবাইলে কমপক্ষে ১০ টাকা ব্যালেন্স থাকতে হবে ।

  • আপনার ১৫ টাকা অথবা  তার বেশি ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য SMS চার্জ হিসাবে ১.৫টাকা কেটে নেয়া হবে ।(সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)


টেলিটক ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন

টেলিটকে গ্রাহকভেদে (১০, ২০, ৩০ কিংবা ৫০ টাকা) ইমার্জেন্সি লোন পাবেন। তার জন্য শর্ট কোড হিসেবে  (*1122#)  ডায়াল করুন । অথবা আপনার মোবাইলে  Loan লিখে 1122 নম্বরে মেসেজ পাঠিয়ে দিন ।(সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)

শর্তাবলীঃ

  • ইমারজেন্সি ব্যাল্যান্সের মেয়াদ আপনি আনলিমিটেড পাবেন ।

  • আপনি  রিচার্জে মাত্রই  অটোমেটিক লোন কেটে নেয়া হবে।

  • আপনার ব্যালেন্স জানতে চাইলে  (*1122*0#) ডায়াল করুন অথবা Loan info লিখে 1122 নাম্বারে SMS করুন । 

  • আপনার ক্রেডিট কার্ড ব্যবহারের উপর ভিওি করে প্রতি মাসে সর্বোচ্চ ইমারজেন্সি ব্যাল্যান্স লিমিট লোন পরিবর্তিত হতে থাকবে ।(সকল সিমে ইমার্জেন্সি ব্যাল্যান্স ধার নেয়ার উপায়)




 


অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া