মাত্র ২৫ টাকায় ১০০০ মিনিট |
সাম্প্রতিক সময়ে সকল সিমে মোবাইলের কল রেট একটু বেড়ে গিয়েছে ।যেখানে সবাই চায় যে একটু কম রেটে কথা বলতে বা অল্প খরচে বেশি মিনিট পেতে । আজ এই বিষয় নিয়ে আলোচনা হবে যেখানে আলোচনা শেষে আপনি জানতে পারবেন কিভাবে মাত্র ২৫ টাকায় ১০০০ মিনিট পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে তার জন্য শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে : (মাত্র ২৫ টাকায় ১০০০ মিনিট )
এই অফারটি পেতে হলে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে :
১ । প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে প্রবেশ করুন । এবং ২১২৮০ নাম্বারটি ডায়াল করুন । এটি রবি সিমে করলে সব থেকে ভালো হয় । এরপর অফিস থেকে কিছু নাম্বার সিলেক্ট করতে বলবে যার মধ্যে আপনি এক নম্বরটি ডায়াল করে দিবেন ।(মাত্র ২৫ টাকায় ১০০০ মিনিট )
২ । এবং আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটি নিশ্চিত কিনা তার জন্য ৯ চাপতে হবে । এরপর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ১ এবং মেয়ে হলে ২ চাপতে হবে । এরপর #২ চাপলেই একটি মেসেজ চলে আসবে । এবং সেই এসএমএসের একটি আইডি নম্বর দিবে সেই আইডি নাম্বার দিয়ে আপনি যার সাথে কথা বলতে চাইছেন তার সাথে কল করতে পারবেন । (মাত্র ২৫ টাকায় ১০০০ মিনিট )
৩ । কল করার জন্য আপনার ডায়াল অপশনে গিয়ে (২১২৮০+আইডি নাম্বার)বসিয়ে দিন ।এবং যাকে ফোন দিবেন তার কাছে ফোন চলে যাবে যেখানে আপনি ২৫ টাকায় ১০০০ মিনিট পেয়ে থাকবেন আর যার মেয়াদ থাকবে ৩০ দিন । এবং আপনি যদি এই সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে আপনার মেসেজের আসা stop all ২১২৮০ লিখে পাঠিয়ে দিলেই আপনার সার্ভিসটি বন্ধ হয়ে যাবে । (মাত্র ২৫ টাকায় ১০০০ মিনিট )
আপনার জন্য আরও : এন্ড্রোয়েড ফোনের ১৭টি ক্ষতিকর অ্যাপ
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন