ভোটার এন আইডি(NID) কার্ড ডাউনলোড করার পদ্ধতি ।
সাম্প্রতিক সময়ে অনেকেই ভোটার হয়েছেন । কিন্তু এখন পর্যন্ত স্মার্ট কার্ড পান নি তবে আপনি অনলাইন থেকে কপি ডাউনলোড করতে চাচ্ছেন । যেখানে আপনি কিভাবে অনলাইন থেকে কপি ডাউনলোড করবেন বা আপনার তথ্য দেখবেন সে বিষয়ে আপনার কোনো ধারণা নেই । অনেকে জেনে থাকলেও আগের নিয়ম জানেন যেটা ইদানিং পরিবর্তন করা হয়েছে । অনলাইন থেকে আপনার ভোটার এনআইডি কার্ড কপি করতে চাইলে নিচের সম্পূর্ণ লেখাটি মনোযোগ সহকারে পড়তে হবে : (ভোটার এন আইডি(NID) কার্ড ডাউনলোড করার পদ্ধতি)
ভোটার এন আইডি কার্ড তথ্য ও ডাউনলোড করতে ধাপগুলো অনুসরণ করুন :
১ । সর্বপ্রথম আপনার মোবাইলে একটি সার্চ ইঞ্জিন উন্মুক্ত করুন । গুগল ক্রোম উন্মুক্ত করলে ভালো হয় । ব্রাউজার ওপেন করার পর (Nation id card) লিখে সার্চ দিন । এরপর National id card এ ক্লিক করবেন । এরপর হাতের বাম দিকের কর্নারে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ তথ্য লিখাটিতে ক্লিক করবেন । (ভোটার এন আইডি(NID) কার্ড ডাউনলোড করার পদ্ধতি)
আরও পড়ুন : অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
৩ । পরবর্তী ধাপে উপরের দিকে রেজিস্ট্রার লেখায় ক্লিক করবেন । তারপর তারপর রেজিস্ট্রার ফরম পূরণ করতে চাই জায়গায় চাপ দিন । এরপর জাতীয় পরিচয় পত্র ফরম নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে ক্যাপচা পুরন করে সাবমিট করে দিবেন । এরপর বহাল এ ক্লিক করুন । (ভোটার এন আইডি(NID) কার্ড ডাউনলোড করার পদ্ধতি)
৫। পরবর্তীতে আপনাকে পাঠানো কোডটি বসিয়ে বহাল এ ক্লিক করুন । এরপর আপনাকে Tap to Nid Wallet লাল বাটনে ক্লিক করতে হবে ( যার জন্য আপনাকে আপনার Nid Wallet ডাউনলোড করে নিতে হবে ) । ক্লিক করার পর আপনার ছবি স্ক্যান করতে বলবে । আপনাকে ছবি নড়াচড়ার নির্দেশ অনুযায়ী আপনার ফেসকেও একইভাবে নাড়াতে হবে । এবং ঠিক বাটনে চাপ দিন । (ভোটার এন আইডি(NID) কার্ড ডাউনলোড করার পদ্ধতি)
ALLah hu Akber
উত্তরমুছুন