কি কি কারণে রোযা ভেঙ্গে যায় -জেনে নিন ।
রমজান মাস রহমতের মাস । এ মাসে আল্লাহ তায়ালার উদ্দেশ্যে রোযা রাখা হয় । সুবহে সাদিক থেকে সূর্যস্ত পর্যন্ত পানাহারহীন থাকাকে বোঝায় । যেটা সব মুসলমান পালন করে থাকে । তবে কিছু ভুলবশত রোযাদার ব্যাক্তির রোযা ভেঙ্গে যায় । কারণ তারা রোযা ভেঙ্গে যাওয়ার কারনগুলো জানে না । আর কি কি কারনে রোযা ভঙ্গ হয়ে যায় তার করন জানতে শেষ পর্যন্ত সাথে থাকুন : (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
রোয়া ভাঙ্গার কারনসমূহ :
১ । ইফতারের সময় হয়ে গেছে চিন্তা করে যদি সূর্যাস্তের আগেই ইফতার করে ফেলা হয় ।
২। যদি কেউ কুলি করার মুহূর্তে নিজের ইচ্ছার বিরুদ্ধে গলার মধ্যে দিয়ে পানি প্রবেশ করে।(কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৩। যদি ওষুধ অথবা অন্যকিছু প্রস্রাব-পায়খানার রাস্তা মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করানো হয় ।
৪। যদি মুখভর্তি বমি করা হয়। (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৫। জোরজবন্থ করে কেউ যদি রোজাদারকে কিছু খাওয়ানো হয় ।
৬। এখনো অনেক রাত অবশিষ্ট আছে ভেবে যদি সুবেহ সাদেকের পরে পানাহার করা হয় ।
৭। বৃষ্টি হলে তার পানি যদি মুখে পড়ে এবং তা খেয়ে ফেলা । (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৮। মনের ভুলবশত যদি কোনো কিছু খাওয়া হয় এবং রোযা ভেঙে গেছে বলে ইচ্ছা করে অন্য কিছু খাওয়া ।
৯। হালকা বমি মুখে আসলে সেটা ইচ্ছাকৃত ভাবে গিলে ফেললে।
১০। ব্যাক্তির নাক অথবা কান দিয়ে কোনো প্রকার ওষুধ প্রবেশ করানো হলে । (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
১১। দাঁতের ফাঁকে খাবার থাকলে তা জিহ্বা দিয়ে ছোলা পরিমাণ বের বের করে তা খেয়ে ফেললে।
১২। যদি স্বামী ও স্ত্রী জোরপূর্বক সহবাস করেন ( এর ক্ষেত্রে স্ত্রীকে শুধুমাত্র কাযা করতে হবে ও স্বামীকে কাযা-কাফফারা দুইটাই সম্পূর্ন করতে হবে) ।
১৩ । ইচ্ছকৃতভাবে কোনো কিছু খাওয়া । (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
আরও পড়ুন : অ্যামাজন থেকে খুব সহজে আয় করুন
যেকল কারণে রোজা ভাঙ্গা জায়েয আছে :
১ । ব্যক্তির রোযার কারনে কষ্টে প্রাণহানির আশঙ্কা / ছোট শিশুর মা যদি সন্তানের দুধ না পাওয়ার কোনো আশঙ্কা থাকে /অথবা গর্ভবতী কোনো নারীর গর্ভ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে । (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
২ । হঠাৎ করে অত্যান্ত পেট ব্যথা শুরু হলে, যেটা ওষুধ খাওয়া ছাড়া উপশম হওয়া সম্ভব নয় অথবা কেউ মুসাফির অবস্থায় রোযা রাখতে কোনো প্রকার কষ্ট ও অসুবিধাবোধ করলে ।
৩ । কোনো ব্যক্তির রোগ দুর্বলতার কারনে রোযা রাখা অবস্থায় মারাত্মক পিপাসা পেলে , যাতে ব্যক্তির মৃত্যুর আশঙ্কা থাকলে। (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৪ । কেউ যদি অতি বার্ধক্যের কারণবসত রোযা রাখতে অক্ষম হয়ে পড়লে ।
৫ । কোনো বিষাক্ত প্রাণী( সাপ, বিচ্ছু ) যদি দংশন করে এবং তার চিকিৎসায় রোযা ভাঙ্গার অত্যান্ত প্রয়োজন হলে । (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৬ । যদি কোনো স্ত্রীলোকের পিরিয়ড জরুরী হলে ।
মাকরুহ বলতে এমন কিছু আমল বোঝায় যা পালন করার চেয়ে না করা উত্তম। অর্থাৎ যে কাজ করা জায়েয তবে না করা উত্তম। (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
১ । কোনো বিনা ওজর ছাড়া জিহ্বা দিয়ে কোনো কিছুর স্বাদ গ্রহণ করা (তবে কোনো বদমেজাজি স্বামীর জন্য স্ত্রীর তরকারির স্বাদ পরিক্ষা করার অনুমতি জায়েড আছে।
২ । কোনো মিথ্যা কথা বলা বা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া।
৩ । অতিরিক্ত গরমের কারণে কিছু সময়বাবদ বারবার কুলি করা। (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৪ । রোযা থাকা অবস্থায় কারও সম্পর্কে কোনো প্রকার গিবত করা।
৫ । কোনো কারন ছাড়াই কোনো জিনিস মুখের ভেতের দিয়ে চিবানো। (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
৬ । যেকোনো অশ্লীল বাক্য উচ্চারণ , পাঠ করা কিংবা ঝগড়া-বিবাদ করা।
৭ । অপ্রাশংগিক কোনো কিছু দিয়ে রমযান মাসে (পেস্ট, টুথ পাউডার, কয়লা ) দাঁত পরিষ্কার করা। (কি কি কারণে রোযা ভেঙ্গে যায় )
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন