লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন ।
সাম্প্রতিক ১৪/০৪/২০২১ তারিখ থেকে লকডাউনে বাইরে বের হওয়ার জন্য পুলিশ মুভমেন্টপাস চালু করা হয়েছে । যেটি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে । লকডাউন পুলিশ মুভমেন্ট টোকেন পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে । আবেদন করা সম্পূর্ণ নিয়ম আজকে আলোচনা করব । তার জন্য শেষ পর্যন্ত সাথে থাকতে হবে : (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
আবেদন করতে হলে আপনাকে সম্পূর্ণ সঠিক তথ্য গুলো দিতে হবে । আপনি আবেদন করার পর সেই টোকেন পুলিশকে দেখানো মাত্রই ছেড়ে দিবে । এটি আপনি প্রিন্ট অথবা মোবাইলের ছবির মাধ্যমেও দেখাতে পারবেন । আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র : (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
১ । আবেদনকারীর ছবি এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা চাকরি আইডি অথবা স্টূডেন্ট আইডি ।
২। আবেদনকারীর ছবি ।
৩। এবং মোবাইল নম্বর ।
আবেদন করতে অনুসরণ :
১ । আবেদন করার জন্য সর্বপ্রথম একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ((ওয়েবসাইট লিংক)) । যেখানে আপনি প্রবেশ করার পর মোবাইল নম্বর এবং ক্যাপচা পুরন করে সাবমিট করে দিবেন । (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
২। এরপর আপনার জন্মতারিখ(এই ফরমেটে ০১০৬১৯৮৫) বসিয়ে নিশ্চিতকরণ করে পুনরায় সাবমিট করে দিবেন । সাবমিট করার পর একটা ফর্ম আসবে । (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
৩। ফরমটি আসার পর সেখানে বিভিন্ন তথ্য দেওয়ার অপশন থাকবে । অপশন গুলোর সকল সঠিক তথ্য দিয়ে সেটি ভালোভাবে পূরণ করুন । বলা সাপেক্ষ, আপনার বের হওয়ার কারণ অপশনগুলোর বাইরে দিলে তা গ্রহণযোগ্য হবে না । (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
৪। এরপর আপনার বাইরে বের হওয়ার তারিখ ও সময় নির্ধারণ করতে হবে এবং আপনি সর্বোচ্চ ৩ ঘন্টার বেশি মুভমেন্ট পাস ব্যবহার করতে পারবেন না । এবং আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা চাকরি আইডি অথবা স্টূডেন্ট আইডি যা-ই থাকুক না কেন তার নম্বরটি বসিয়ে দিতে হবে । (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
৫। আপনার সম্পূর্ণ ফরমটি পূরণ করা হয়ে গেলে ছবি সংযুক্ত করতে হবে যার জন্য ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে । এরপর সাবমিট করে দিন এবং এপ্রোভ লেখাটি আসলে মুভমেন্ট পাস ডাউনলোড করে নিবেন । যেটা আপনি সাম্প্রতিক লকডাউনে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন । (লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
৬। এছাড়াও আপনি করোনা রোগীর আওতাভুক্ত আছেন কিনা তা নিজেই টেস্ট করুন । যার জন্য আপনাকে ((লাইভ করোনা ঝুঁকি টেস্ট ))ওয়েবসাইটে প্রবেশ করে টেস্ট করতে পারবেন । আপনাকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো সঠিকভাবে উত্তর দিতে হবে ।(লকডাউনে বাইরে বের হওয়ার পুলিশ মুভমেন্টপাস আবেদন)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন