Eye Tech 24 https://www.eyetech24.com/2021/04/blog-post_8.html

অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায় |

যতই দিন যাচ্ছে ততই এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে । অনেকে আছেন যারা দীর্ঘ সময় ধরে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আসছেন । এবং দীর্ঘদিন ব্যবহার করার কারণে ফোন হ্যাং বা স্লো হয়ে যায় । যা তাদের জন্য সমাধান করা খুবই কষ্টকর হয়ে পড়ে । তাদের কথা মাথায় রেখে এন্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে সমাধান দেওয়া হবে । যার জন্য শেষ পর্যন্ত সাথে থাকতে হবে : (অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)


ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচাতে অনুসরণ :

১ । আপনার এন্ড্রয়েড মোবাইল ফোন হ্যাং বা স্লো হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ প্রবেশ করতে হবে । এরপর নিচের দিকে Accounts  অপশনে ক্লিক করবেন l তারপর More অপশনে ক্লিক করে Disable Auto sync তে চাপ দিয়ে Ok ক্লিক করে দিবেন l(অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)



২ । পরবর্তীতে আপনাকে Settings এ ফিরে যেতে হবে এবং About Device অপশনটিতে ক্লিক করতে হবে l এরপর  Download Updates  Automatically  ক্যাপশনটি অফ করে দিবেন l এটা যদি অফ না করেন তাহলে আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপস গুলো আপডেট নিতে থাকবে l  যার ফলে মোবাইল ফোন  ‘হ্যাং বা স্লো , হয়ে যাবে l (অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)



৩ । এরপর  আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে এবং Kilance এ ক্লিক করে Settings এ প্রবেশ করবেন l তারপর Auto Updates App এ  প্রবেশ করে Do not Auto Updates Apps এ ক্লিক চাপ দিয়ে  Done দিবেন । (অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)



৪। এবং আপনাকে আবার Settings এ প্রবেশ করে About Device ক্লিক করতে হবে । ও  Software Info তে যাবেন এবং Build Number  এ সাতবার ক্লিক করবেন । এরপর পূর্বে ফিরে গিয়ে Developer Options অপশনে ক্লিক করতে হবে l এবং  Limit background processes এ প্রবেশ করে No Background processes সিলেক্ট করে দিন l(অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)




৫। এরপর উপরের দিকে Window Animation scale , Transition Animation scale , Animator  duration  scale অপশন গুলো পরপর Animation off করে দিতে হবে l তাহলে আপনার ফোন আর কোনোদিনই হ্যাং বা স্লো হয়ে যাবে না l  যার ফলে আপনি সব সময় খুব স্বাচ্ছন্দ্যে দ্রুতগতির সাথে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন l

(অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)

অন্যদের সাথে শেয়ার করুন

1 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

  1. Youtube 5.0 Review, 'HARREKA' in YouTube - Videoodl.cc
    youtube5.0 was established youtube to mp4 in 2018 and it was one youtube mp3 of the first sites where choegocasino people can learn how to use the new YouTube channel.

    উত্তরমুছুন

নটিফিকেশন ও নোটিশ এরিয়া