অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায় |
যতই দিন যাচ্ছে ততই এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে । অনেকে আছেন যারা দীর্ঘ সময় ধরে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আসছেন । এবং দীর্ঘদিন ব্যবহার করার কারণে ফোন হ্যাং বা স্লো হয়ে যায় । যা তাদের জন্য সমাধান করা খুবই কষ্টকর হয়ে পড়ে । তাদের কথা মাথায় রেখে এন্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায় সম্পর্কে সমাধান দেওয়া হবে । যার জন্য শেষ পর্যন্ত সাথে থাকতে হবে : (অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)
ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচাতে অনুসরণ :
১ । আপনার এন্ড্রয়েড মোবাইল ফোন হ্যাং বা স্লো হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ প্রবেশ করতে হবে । এরপর নিচের দিকে Accounts অপশনে ক্লিক করবেন l তারপর More অপশনে ক্লিক করে Disable Auto sync তে চাপ দিয়ে Ok ক্লিক করে দিবেন l(অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)
২ । পরবর্তীতে আপনাকে Settings এ ফিরে যেতে হবে এবং About Device অপশনটিতে ক্লিক করতে হবে l এরপর Download Updates Automatically ক্যাপশনটি অফ করে দিবেন l এটা যদি অফ না করেন তাহলে আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপস গুলো আপডেট নিতে থাকবে l যার ফলে মোবাইল ফোন ‘হ্যাং বা স্লো , হয়ে যাবে l (অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)
৩ । এরপর আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে এবং Kilance এ ক্লিক করে Settings এ প্রবেশ করবেন l তারপর Auto Updates App এ প্রবেশ করে Do not Auto Updates Apps এ ক্লিক চাপ দিয়ে Done দিবেন । (অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)
৪। এবং আপনাকে আবার Settings এ প্রবেশ করে About Device ক্লিক করতে হবে । ও Software Info তে যাবেন এবং Build Number এ সাতবার ক্লিক করবেন । এরপর পূর্বে ফিরে গিয়ে Developer Options অপশনে ক্লিক করতে হবে l এবং Limit background processes এ প্রবেশ করে No Background processes সিলেক্ট করে দিন l(অ্যান্ড্রয়েড ফোন হ্যাং বা স্লো হওয়া থেকে বাঁচার উপায়)
৫। এরপর উপরের দিকে Window Animation scale , Transition Animation scale , Animator duration scale অপশন গুলো পরপর Animation off করে দিতে হবে l তাহলে আপনার ফোন আর কোনোদিনই হ্যাং বা স্লো হয়ে যাবে না l যার ফলে আপনি সব সময় খুব স্বাচ্ছন্দ্যে দ্রুতগতির সাথে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন l
Youtube 5.0 Review, 'HARREKA' in YouTube - Videoodl.cc
উত্তরমুছুনyoutube5.0 was established youtube to mp4 in 2018 and it was one youtube mp3 of the first sites where choegocasino people can learn how to use the new YouTube channel.