অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম |
একটু অলসতা , একটু চিন্তা ভাবনা ও উদ্বিগ্ন মন থেকে দূরে থাকার একটি প্রধান উপকরণ হলো বই । যা , বই প্রেমী প্রত্যেকটা মানুষের মনকে ভালো করে তোলো এবং শিক্ষার
আলোকে সমৃদ্ধি করে দেয় । এমন অনেক আছেন যারা বই পড়তে ভালোবাসে ,তবে কিভাবে তার প্রয়োজনীয় বই অনলাইন থেকে অর্ডার করতে হয় তা জানে না । আজ অনলাইনে বই অর্ডার করা নিয়ে আলোচনা হবে । তার জন্য সঙ্গে থাকুন : (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
আমাদের প্রত্যেকের জীবনের অবসর সময়গুলো বইয়ের মাঝে ডুবে থাকা অত্যান্ত জরুরী। বইয়ের জ্ঞানচর্চা মানুষকে যেমন মহৎপ্রাণ হিসেবে গড়ে তোলে, তেমনি চিত্তকে মুক্তি দেয়। ।ব্যাক্তির মনুষ্যত্ববোধকে জাগ্রত করে তোলে ।সকল বিষয়ে সম্পর্কে সুশৃঙ্খল ও পূর্ণাঙ্গ জ্ঞানার্জন ওপরিপূর্ণ মানসিক প্রশান্তি লাভ করতে হলে সবাইকে অবশ্যই বই পড়তে হবে। কারণ বই হলো সকল জ্ঞানের উৎস বই । তবে ভালোমানের বই পেতে হলে , ভালো ওয়েবসাইট প্রয়োজন , তার মধ্যে সর্বউৎকৃষ্ট হলো ( রকমারি ) ওয়েবসাইট ।
(অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
রকমারি থেকে বই অর্ডার করতে অনুসরণ :
১ । রকমারি থেকে বই অর্ডার করতে হলে সর্বপ্রথম আপনাকে রকমারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । প্রবেশ করার পর একটি একাউন্ট তৈরি করতে হবে । তারজন্য ডানে উপরের দিকে Sign In অপশনে ক্লিক করতে হবে । এরপর Sign Up / Register এ ক্লিক করলে একটি পেজ আসবে । (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
আরও পড়ুন : কি কি কারনে রোযা ভেঙ্গে যায়
২ । সেখানে বই অর্ডারকৃত ব্যক্তির নাম , ই-মেইল ,মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরন করে এ ক্লি করতে হবে । তাহলেই একাউন্ট তৈরি হয়ে যাবে । অথবা যাদের আগে থেকেই একাউন্ট খোলা রয়েছে তার শুধু একাউন্ট Sign In /Log In করলেই হবে । (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
৩ । এরপর আপনি যে বইটি কিনতে বা অর্ডার করতে চাচ্ছেন সেটি সার্চ দিয়ে সেই বইয়ের উপরে লিখা Add To Cart এ ক্লিক করবেন । আপনি যতগুলো বই অর্ডার করতে চাচ্ছেন ততগুলো বইয়ের উপরে থাকা Add To Cart এ ক্লিক করে দিবেন । আপনি চাইলে একটু পড়েও দেখতে পারেন তার সুযোগও রয়েছে । (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
আরও জানুন : BUET ভর্তি পরিক্ষা আবেদন করার নিয়ম
৪ । পরবর্তীতে Sign In এর পাশে ঠেলা গাড়ির মতো অপশনটিতে ক্লিক করুন । এরপর আপনি যতগুলো বই অর্ডার করেছেন তার সম্পূর্ন তথ্য সেখানে দেখাবে । এবং একেকটি বই কয়টি করে কিনতে চান সেটি ( + ,- ) বাটন চেপে সিলেক্ট করে দিন । এবং Go to Shopping Page তে ক্লিক করুন । (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
৫। Go to Shopping Page তে ক্লিক করার পর একটি পেজ আসবে । সেখানে বাসায় Home নিলে এবং অফিসে নিলে Office সিলেক্ট করবেন । এরপর দুটি মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য বসিয়ে Continue To Payment বাটনে চাপ দিবো । (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
৬ । এরপর Cash On Delivery সিলেক্ট করবো , কেননা এটি সিলেক্ট করলে বই পাওয়ার পর টাকা দিতে হবে । এছাড়াও । অন্যান্য অপশনের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন । এবং Confirm Order তে ক্লিক করলেই আপনার বই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বাসায় পৌছে যাবে । একটি অর্ডার আইডি পাবেন , যেটা বই নেওয়ার সময় লাগতে পারে । (অনলাইন থেকে বই অর্ডার করার নিয়ম)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন