NID কার্ড ছাড়াই খুলুন নগদ একাউন্ট ।
বর্তমান অর্থ লেনদেনের একটি বড় মাধ্যম হলো নগদ । যেখানে খুব সহজে অর্থ লেনদেন করা যায় । কিন্তু তার জন্য এনআইডি কার্ড প্রয়োজন । কিন্তু এখন নগদ একাউন্ট এনআইডি কার্ড ছাড়াই খুলুন।অনেকে মনে করতে পারেন এটি সঠিক নয় , তবে এটি সত্যি । আজকে আমরা কথা বলবো কিভাবে এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যায় তার জন্য থাকতে হবে : (NID কার্ড ছাড়াই খুলুন নগদ একাউন্ট)
১ । NID কার্ড ছাড়াই নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনের ডায়াল অপশনে যেতে হবে । এই অ্যাকাউন্ট আপনি রবি বা এয়ারটেল নাম্বারে খুলতে পারবেন ।আপনার মোবাইলে (*167#) ডায়াল করে দিবেন । এরপর আপনাকে দুইবার পিন নাম্বার দিতে হবে । (NID কার্ড ছাড়াই খুলুন নগদ একাউন্ট)
আরও পড়ুনঃ Amber IT আইপি ফোনে ৩০ পয়সা কলরেট ।
২ । অনেকে মনে করতে পারেন এনআইডি কার্ড ছাড়া কিভাবে খোলা সম্ভব? কিন্তু আপনি যে নাম্বারে নগদ একাউন্ট খুলবেন, নগদ একাউন্ট ওই নাম্বার থেকে এনআইডি কার্ড সংগ্রহ করে নিবে । এরপর আপনাকে একটি এসএমএস পাঠাবে যেখানে জানানো হবে আপনার অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে কিনা । (NID কার্ড ছাড়াই খুলুন নগদ একাউন্ট)
আরও জানুন : BUET ভর্তি পরিক্ষা আবদেন করার নিয়ম ২০২০-২০২১
৩। এরপর আপনার নগদ একাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখার জন্য পুনরায় (*167#) ডায়াল করুন । এরপর আপনি My Nagad এ প্রবেশ করবেন । আপনাকে বোনাস দেওয়া হবে । সেটা দেখার জন্য 1 লিখে পাঠাতে হবে । এজন্য আপনাকে এক সপ্তাহের মধ্যে টাকা লেনদেন করতে হবে, তাহলে আপনি ২৫ টাকা বোনাস পাবেন ।
(NID কার্ড ছাড়াই খুলুন নগদ একাউন্ট )
Nice post
উত্তরমুছুন