Eye Tech 24 https://www.eyetech24.com/2021/12/blog-post_92.html

শীতের আগমন

 আশ্বিনের শেষ কার্তিকের শুরুতেই শীতের আগমন শুরু হয়, ভোরে হালকা কুয়াশার বাতাসে হিমেল হাওয়ায় মানুষ শীত অনুভব করা শুরু করে। বাজারে হরেক রকম সবজি ও বার্তা দিতে শুরু করে, শীত চলে এসেছে। সকালের মিষ্টি রোদ ও শীতের বার্তা দেয়, শীতের সকালে ঘাসের উপরে শিশির বিন্দু  রোদ চিকচিক করে । শীতের আগমনে রাস্তা-ঘাটে যান-বাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল শুরু করে।শীতের আগমনে গ্রামের মানুষগুলো পুরাতন কাঁথা কম্বল গুলো নতুন করে সেলাই করতে ব্যস্ত হয়ে পড়ে। শীতের জন্য তৈরি করে নানা রকম নকশি কাঁথা শীতের গরম কাপড় কেনার জন্য কাপড়ের দোকান গুলোতে ভিড় জমতে শুরু করে, যার যার সামর্থ্য অনুযায়ী শীতের কাপড় কিনতে শুরু করে, সকালে অনেকেই নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হয় হালকা গরম কাপড় পড়ে।

শীতের পিঠাপুলি

শীতের সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পিঠাপুলি খেজুরের রস খেজুরের গুড় ইত্যাদি শীতের ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করে। খেজুরের গুড়ের মিষ্টি রোদে বসে খেজুরের রসের সঙ্গে মুড়ি খেতে অনেক মজা, হরেক রকমের পিঠা শীতের দিনে তৈরি হয়। ছেলে বুড়ো সবাই শীতের পিঠা খেতে পছন্দ করে, শীতে ঘরে ঘরে যেন পিঠেপুলি উৎসব শুরু হয়।

শীতেকালে  অতিথি পাখির আগমন

শীত শুরু হলেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি গুলো আসতে শুরু করে, বিভিন্ন নদ-নদীর হাওরগুলোতে অতিথি পাখির সমাহার ঘটে, শীত যতই বাড়তে থাকে ততই অতিথি পাখি সংখ্যা বাড়তে থাকে। অতিথি পাখির নাম গুলো হচ্ছে বালি হাঁস, পাতারি হাঁস, বৈকাল হাঁস, গিরিয়া হাঁস, ধূসর হাসঁ, লেঞ্জা হাসঁ, ভূতি হাসঁ, চিতি হাসঁ, বারোভূতি হাসঁ, বাংলাদেশ যেন অতিথি পাখিদের অভয়ারণ্য। শীতকালে অতিথি পাখি গুলোর কিচিমিচির ডাকে মুখরিত হয়ে উঠে জলাশয় গুলো। প্রচন্ড শীত অপেক্ষা করে হাজার হাজার মানুষ অতিথি পাখি দেখার জন্য ভিড় করে জলাশয় ধারে ।


শীতকালে ঘোরাঘুরি

 শীতকালে ঘুরে বেড়ানোর উপযুক্ত সময়, ভ্রমণ পিপাসু মানুষগুলোর কাছে শীতকাল যেন এক আনন্দ বার্তা, শীত এলেই মানুষের  ঘুরতে যাওয়া প্রবণতা বেড়ে যায়, শীতকালে অনেকেই বিভিন্ন পর্যটনে ঘুরতে যায়।

শীতকালে ফুলের বাহার

শীতকালে বাগানে বিভিন্ন রকম ফুল ফুটে, শীতকালে শিশির অপেক্ষা করে ও অনেক ফুল জানান দেয় তাদের রূপের বাহার, শীত মানেই বাগান জুড়ে হরেক রকম ফুলের বাহার, শীতকালে প্রধানত গাধা ডালিয়া চন্দ্রমল্লিকা কসমস প্রভূতি ফুল ফোটে

মন্তব্য

শীতকাল যদিও অনেকের কাছে আনন্দ বয়ে আনলো কিছু মানুষের জন্য দুর্ভোগে বয়ে আনে, শীতের অসহায় মানুষদের গরম কাপড়ের অভাবে অনেক দূর্ভোগ পোহাতে হয়, শীত যেন আমাদের কাছে অতিথি পাখির মতো একজন বিশেষ অতিথি হয়ে আসে।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া