২০২২ সালের ছুটি।২০২২ সালের সরকারী ছুটির তালিকা
২০২২ সালের ছুটি।
১৪ দিন সাধারণ ছুটি।
৮ দিন নির্বাহী ছুটি।
৬ দিনই সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। নিম্নে ২০২২ সালের সরকারী ছুটির বিস্তারিত দেওয়া হলো।
পোষ্টের সূচিপত্রঃ
- ২০২২ সালের ছুটি (সাধারণ ছুটি)
- ২০২২ সালের ছুটি (নির্বাহী আদেশে সরকারি ছুটি)
- ২০২২ সালের সরকারী ছুটি (ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব)
- ২০২২ সালের ছুটি (ঐচ্ছিক ছুটি হিন্দু পর্ব )
- ২০২২ সালের ছুটি (ঐচ্ছিক ছুটি খ্রিষ্টান পর্ব)
- ২০২২ সালের সরকারী ছুটি (ঐচ্ছিক ছুটি বৌদ্ধ পর্ব )
- ২০২২ সালের ছুটি (পার্বত্য চট্রগ্রাম এলাকা ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর অন্তর্ভুক্ত )
২০২২ সালের ছুটি (সাধারণ ছুটি)
২০২২ সালের ছুটি (নির্বাহী আদেশে সরকারি ছুটি)
২০২২ সালের সরকারী ছুটি (ঐচ্ছিক ছুটি মুসলিম পর্ব)
২০২২ সালের সরকারী ছুটি (ঐচ্ছিক ছুটি হিন্দু পর্ব)
২০২২ সালের ছুটি ঐচ্ছিক ছুটি খ্রিষ্টান পর্ব
২০২২ সালের ছুটি ( পার্বত্য চট্রগ্রাম এলাকা ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর অন্তর্ভুক্ত )
০২। একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবঙ প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহিী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে।
০৩ যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষনা করবে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন